নারায়ণা হাসপাতালে ফুসফুস রোগের সচেতনতা শিবির
দাবদাহ লাইভ, বারাসাতঃ নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ফুসফুস জনিত রোগের এক সচেতনতা শিবির অনুষ্ঠানে বিশেষজ্ঞরা রোগি ও সাধারণ মানুষকে সচেতন করান। পালমনোলজিস্ট বিশেষজ্ঞ ডঃ অভ্রদীপ দাস বলেন, ফুসফুসের প্রদাহ জনিত রোগ সিওপিডি যা ধোঁয়া – ধুলো অথবা ধূমপানের কারণে হতে পারে। এই রোগে ফুসফুসের বায়ুথলি ও শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয় যা অনেক ক্ষেত্রে স্থায়ী ও ক্রমবর্ধমান। আবার অনেকক্ষেত্রে বিপদ জনক। প্রতিরোধ করতে ধূমপান ও চুলার ধোঁয়া থেকে দূরে থাকতে হবে। সঠিকভাবে ইনহেলার থেরাপির মাধ্যমে শ্বাসনালীর সঙ্কোচন কমিয়ে প্রসারিত করতে পারলে এই প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়। সিওপিডির প্রদাহ প্রতিরোধের জন্য প্রতি বছর ইনফ্লুয়েজ্ঞা ভ্যাকসিনেশন ও নিউমোককল ভ্যাকসিনেশন প্রয়োজন। সঠিক সময়ে ধরা পড়লে এটি চিকিৎসা ও প্রতিরোধ করবার মতো রোগ এবং অধিকাংশ ক্ষেত্রে রোগীকে ভাল করে রাখা যায় বলে দৃঢ় ভাবে জানালেন ক্রিটিক্যাল কেয়ারের পরামর্শদাতা ও বিশেষজ্ঞ ডঃ স্বরুপ পাল। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে রোগীকে সঠিকভাবে চলতে হবে বলেও জানালেন।








