নামমাত্র মূল্যে মা ক্যান্টিন চালু শিলিগুড়ি হাসপাতাল চত্বরে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায়, রাজ্যের শহর ও মফস্বলের দরিদ্র মানুষদের প্রতিদিন ৫ টাকার বিনিময়ে দ্বিপ্রাহরিক অন্নসংস্থানের লক্ষ্যে শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে ‘মা ক্যান্টিন’ -এর শুভ সূচনা হলো আজ। এই মা ক্যান্টিন থেকে নামমাত্র মূল্যে পেট ভরা ডাল-ডিম-সবজি-ভাত সরবরাহ করা হবে বলে জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানান মানুষ শিলিগুড়ির নানান জায়গা থেকে আসেন শহরে। আর হাসপাতালে মানুষ থাকেন একেবারেই অসহায় হয়ে। না থাকে যাতায়াতের টাকা না থাকে খাবার থাকা। আর দুপুরের খাবার যোগার করতেই মানুষ হিমসিম খেয়ে যান। তাদের জন্য শুরু হল “মা ক্যান্টিন”। এখান থেকে ৫টাকায় পাওয়া যাবে দুপুরের খাবার। গরীব মানুষের মনের মতন খাবার। আমাদের লক্ষ যাতে গরীব মানুষেরা খেতে পায়। এদিন দুপুরে মেয়র এবং ডেপুটি মেয়র দুজনেই “মা ক্যান্টনে” বসে খাবার খান। সাথে ছিলেন অন্যান্য কাউন্সিলার এবং এম আই সিরা।








