নাবালিকা কন্যাকে ধর্ষণ, ধৃত বাবা-মা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ কথায় বলে, মায়ের মতো বা তার থেকে ভালো পৃথিবীতে আর কেউ হয় না। বিপদ বা যে কোনও পরিস্থিতিতে একজন মা প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে সন্তানকে আগলে রাখেন। কিন্তু সংবাদমাধ্যম মারফত এমন এক ঘটনা তুলে ধরা হল, যা সেই ভাবনাকে পুরোপুরি নস্যাৎ করে দেয়। একজন নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণ করে চলেছিল তাঁর সৎ বাবা। বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ গ্রহণ করার বদলে কন্যাকে চুপ থাকার হুঁশিয়ারি দেন নির্যাতিতার মা। এমনই অভিযোগে নির্যাতিতার মা ও সৎ বাবাকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার অন্তর্গত আকন্দ বেড়িয়া গ্রাম থেকে এমনই ঘটনা ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, অশ্লীল ভিডিও দেখিয়ে ১৩ বছরের নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে চলেছিল তাঁর সৎ বাবা আব্দুল্লাহ মণ্ডল। এমনকি ওই বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য নাবালিকা কন্যাকে হুমকিও দিত সে। বিষয়টি অসহায় কন্যা তাঁর নিজ মাকে বারংবার জানিয়েছে। কিন্তু মা তার কথায় কর্ণপাত না করে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তীতে নাবালিকার মাসি ঘটনাটি জানতে পেরে নাবালিকার মা ও সৎ বাবার বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে অভিযুক্ত ২ জনকে আকন্দ বেড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাড়োয়া থানার পক্ষ থেকে সোমবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, অভিযুক্ত সৎ বাবা আব্দুল্লাহ মণ্ডলকে চার দিনের পুলিশ হেফাজত ও মা তোরেপান বিবিককে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। বিষয়টি চাইল্ড হেল্প লাইনে জানানো হয়। জানা যায়, জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হয়েছে। ইতিমধ্যে তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি প্রসঙ্গে খোঁজখবর নেওয়ার কাজও শুরু করেছে তারা। চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন। দোষী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত শাস্তি পায় ততক্ষণ নাবালিকা কন্যার পাশে তারা থাকবেন বলে জানান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়, স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষেরা। এখন দেখার বিষয় এহেন ঘটনায় অভিযুক্ত আদৌ দৃষ্টান্তমূলক শাস্তি পায় কি না।
নাবালিকা কন্যাকে ধর্ষণ, ধৃত বাবা-মা
0%

















