চাঁদপাড়া অ্যাক্টো সংস্থার সহযোগিতায়
নাট্য কর্মশালার কেতন উড়ল হাবড়া হাইস্কুলে
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: সমাজে চলছে অবক্ষয়, হারিয়ে যাচ্ছে মূল্যবোধ আর মানবিকতা যখন কথার কথা— এক কথায়, এক শ্বাসরোধকারী সময়ের মধ্য দিয়ে আমাদের দিন যাপন। ঠিক এমনই আবহে গত ৯ – ১০ সেপ্টেম্বর ‘হাবড়া পূর্বাঞ্চল হাই স্কুল’-এর ব্যবস্থাপনায় এবং চাঁদপাড়া ‘অ্যাক্টো’ নাট্য সংস্থার সহযোগিতায় দু’দিনব্যাপী নাট্য কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাড়া অ্যাক্টো নাট্য সংস্থার কর্ণধার তথা নাট্য নির্দেশক সুভাষ চক্রবর্তী। বিদ্যালয়ের ৬০ জন ছাত্র- ছাত্রীকে নিয়ে শুরু হয় এই প্রশিক্ষণ। কর্মশালায় মূলত শারীরিক ব্যায়াম, অভিনয়, আঙ্গিক ও বাচিক ছাড়াও বর্তমান থিয়েটারের সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়ে আলোকপাত করা হয়। শিক্ষার্থীদের মনসংযোগ বৃদ্ধি, চিন্তাশক্তির বিকাশ কিভাবে ঘটানো সম্ভব এইসব বিষয়ের উপর কাজ করানো হয় বলে জানান, দলের পরিচালক সুভাষ চক্রবর্তী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপককুমার মন্ডল জানান, “সমাজে সুস্থ-সংস্কৃতি প্রসার সহ শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশই আমাদের লক্ষ্য । সমাজকে বর্ণময় করে তুলতে থিয়েটার-চর্চা অত্যন্ত জরুরি।” ছাত্র-ছাত্রীদের সামাজিক এবং আত্মিক উন্নতির জন্য পুনরায় বিদ্যালয়ে নাট্য কর্মশালার ব্যবস্থা করবেন বলেও তিনি আশ্বাস দেন। সর্বোপরি শিক্ষার্থীদের উচ্চকিত কলতান এবং সঞ্জয় বিশ্বাস, পলাশ দত্ত, প্রাক্তন শিক্ষক সমীর চক্রবর্তী, মৌসুমী দাস শর্মা, অর্ণব বিশ্বাস-এর মতো শিক্ষকদের নিরলস আন্তরিক প্রচেষ্টায় দু’দিনের এই কর্মশালা সর্বাঙ্গীন সার্থক হয়ে ওঠে। বিদ্যালয়ের এ হেন উদ্যোগ এলাকার ‘তমসো মা জ্যোতির্গময়’-এর দিশা হয়ে উঠবে বলেই অভিমত ওয়াকিবহাল মহলের।

















