নাট্যোৎসবে সম্মানীত হতে চলেছে বিশিষ্ট জনেরা
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ ২০১২ থেকে অন্তরদীপন সোসাইটি শুরু হওয়ার পর প্রতিবছর তারা নাট্য উৎসব করে থাকে। ১২ তম নাট্য উৎসবে তাদের উদযাপন জাতীয় নাট্য উৎসব ২০২৬ এর মাধ্যমে। আর তাই এ বছর বিশেষভাবে নাট্য যোদ্ধা সম্মান পেতে চলেছেন নাট্যকার নির্দেশক দয়াল কৃষ্ণ নাথ ( আসাম অভিনব থিয়েটার), নাট্যকার নির্দেশক ডঃ অপূর্ব দে এবং নাট্যকার নির্দেশক দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে সম্মান পেতে চলেছেন ডঃ অসীম বরা( লেখক ও গবেষক আসাম) ও মানিক পোদ্দার( নৃত্যশিল্পী ও পরীক্ষক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)। উৎসবের এই তিনটি দিনে পশ্চিমবঙ্গ তথা আসাম এবং ত্রিপুরা নাট্য শিল্পীরা আসছেন তাদের নাটকের ডালি নিয়ে। সকল সাংস্কৃতিক প্রেমী মানুষের কাছে আবেদন আপনারা পানিহাটি সোদপুর অমরাবতী কল্যাণ সমিতির ক্লাবের মাঠে কুড়ি একুশ এবং বাইশে জানুয়ারি ২০২৬ এই তিনটি দিনে সন্ধ্যে পাঁচটা থেকে থিয়েটারের সাথে থাকুন, থিয়েটারের জয় হোক।

















