নব সোপানের সমাজরত্ন সম্মাননা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলায় স্বেচ্ছা সেবী সংগঠন হৃদয়পুর নব সোপানের বার্ষিক অনুষ্ঠানে সারা বছরের ন্যায় এই আগস্ট মাসে প্রায় প্রতিদিন-ই বিভিন্ন কর্মসূচীর শুরুতেই কচিকাঁচাদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। প্রদীপ প্রজ্জলন সহ ‘আগুনের পরশমণি’ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু। এই অনুষ্ঠানে বিভিন্ন গুণীজন সহ জেলার সাংবাদিকদের ‘সমাজরত্ন’ পুরস্কারে ভূষিত করেন। বারাসাত প্রেস ক্লাবের কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজ এক ঝলকে
নব সোপানের সমাজরত্ন সম্মাননা
0%

















