নবসোপনের বার্ষিক অনুষ্ঠান
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ সাড়ম্বরে আয়োজিত হলো হৃদয়পুর নবসোপনের বার্ষিক অনুষ্ঠান ২০২৫। এই অনুষ্ঠানে আনন্দ ও উদ্দীপনায় মেতে উঠলো সমাজের বিভিন্ন শ্রেণীর শিশু কিশোররা এবং বিভিন্ন জেলা থেকে আগত শিশু-কিশোর ও অতিথিবর্গরা । এই অনুষ্ঠানে যোগদান করে এবং গুণীজনদের পাশে পেয়ে সবাই আনন্দে মুগ্ধ হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর, ইঞ্জিনিয়ার ,পুলিশ আধিকারিক ,স্বাস্থ্যকর্মী , সাংবাদিক ও বহু সমাজসেবী সংগঠনের কর্ণধাররা। তাদের মুখ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে হৃদয়পুর নব সোপান সেচ্ছাসেবী সংগঠন।
নিউজ এক ঝলকে
নবসোপনের বার্ষিক অনুষ্ঠান
0%

















