নববারাকপুর পুষ্পমেলা ও প্রদর্শনী উদ্বোধনে মন্ত্রীদ্বয়
দাবদাহ লাইভ, নিউ বারাকপুর, অলক আচার্য্যঃ উত্তর ২৪ পরগণা জেলায় নববারাকপুর পুষ্পমেলা পরিচালন সমিতি আয়োজিত ২৮ তম বর্ষের পুষ্পমেলা ও প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হল সোমবার সন্ধ্যায়। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে পুষ্পমেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, প্রমুখ। বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রা শেষে পুষ্পমেলার ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন পুরপ্রধান প্রবীর সাহা। রং বেরঙের গাদা, ক্যাকটাস বনসাই, চন্দ্রমল্লিকার বাহারী গোলাপের পাশাপাশি বিভিন্ন রং বেরঙের ফল ফুল ও সব্জি মেলায় প্রদর্শিত হয়।বিভিন্ন দিন সুদৃশ্য মঞ্চে খ্যাতনামা জনপ্রিয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। ১০ জানুয়ারি বিশেষ আকর্ষণ ছিল বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণ সংগীতানুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন। পুষ্পমেলা ও প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিকেলে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে এক বিরাট পদযাত্রা শুরু করে শেষ হয় পুষ্পমেলা প্রাঙ্গণে। রূপকার স্রষ্টা কর্মবীর হরিপদ বিশ্বাস সহ স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন। শহীদ স্মৃতিস্তম্ভে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্পণ করা হয়।উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, পুর পারিষদ সদস্য সুভাষ বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী সুখেন মজুমদার, মৃদুলা সাহা, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক প্রমুখ।বিভিন্ন দিনে সুদৃশ্য মঞ্চে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য, সৌরেন্দ্র সৌমজিৎ, ঋষি সিং, সেঁজুতি দাস, নাকাশ আজিজ, বিদিপ্তা চক্রবর্তী প্রমুখ।সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল প্রতিযোগীরা(সংগীত, নৃত্য, আবৃত্তি) এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কলাকুশলিরা একক ও সন্মেলক সংগীত নৃত্য আবৃত্তি পরিবেশন করেন। বিভিন্ন দিনে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী, দেবরাজ চক্রবর্তী, বানিব্রত চক্রবর্তী, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পারিষদ সদস্য দেবাশিষ ঘোষ প্রমুখ।
নববারাকপুর পুষ্পমেলা ও প্রদর্শনী উদ্বোধনে মন্ত্রীদ্বয়
96%

















