নববারাকপুরে পুলিশের উৎসর্গ রক্তদান
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচার্যঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় রাজ্য জুড়ে চলছে পুলিশের উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবির। বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে নববারাকপুর থানার ব্যবস্থাপনায় স্হানীয় কস্তুরি ভবনে হল রক্তদান উৎসব।রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, ব্যারাকপুর ডিসি পি সেন্ট্রাল আইপিএস আশীষ মৌর্য, ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর, ঘোলা থানার আইসি বিশ্ববন্ধু চট্টোরাজ, নববারাকপুর থানার ওসি বিজয় কুমার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর রা।পুলিশ জানিয়েছে পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ক সুদূঢ় করতে এই মুখ্যমন্ত্রীর প্রকল্প উৎসর্গ বাস্তবায়নে এই মানবিক উদ্যোগ। মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৩০ জন পুলিশ ও স্থানীয় মানুষ রক্তদান করেন।














