৫২ কোটি ব্যয়ে জলপ্রকল্প নববারাকপুরে
উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলক আচার্য: উত্তর ২৪ পরগণা জেলার নববারাকপুরের উন্নয়নের মুকুটে নবতম নতুন পালক ৫২ কোটির জলপ্রকল্প’র। শহরে প্রতিটি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ ব্যবস্থার আরও উন্নতিসাধনে প্রতিস্থাপন করা হবে ২ টি ভূগর্ভস্থ রিজার্ভার ও ৩ টি নতুন ওভারহেড ট্যাঙ্ক। ৫ মে সোমবার দুপুরে নববারাকপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডের পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ঐকান্তিক উদ্যোগে ৫২ কোটি ব্যয়ে নির্মিত হবে অত্যাধুনিক দুটি ভূগর্ভস্থ রিজার্ভার এবং তিনটি ওভারহেড ট্যাঙ্ক। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন সাধারণ মানুষের জল পাওয়া অধিকার। সেই অধিকারকে কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী আরো বলেন এই প্রকল্পের মাধ্যমে আগামী ২৫ সালের মধ্যে নববারাকপুর এলাকায় প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌছে যাবে। ছোট পুরসভা নববারাকপুর পুরসভা। কিন্তু সবাই কে নিয়ে এই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলর রা যে ভাবে একসঙ্গে কাজ করেন তাতে অনেক বড় কাজ সুন্দর ভাবে রূপ নেয়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার বড়ো বাবু দেব প্রসাদ রাহা, কার্যনির্বাহী আধিকারিক, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, কেএমডির সুপার রাহুল বসু, কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল সরকার, স্থানীয় পুর প্রতিনিধি নিখিল মালো,মিহির দে, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি গন ও পুরসভার ইঞ্জিনিয়ার ও সহকারী বাস্তুকার।
জেলার খবর

নিউজ এক ঝলকে
৫২ কোটি ব্যয়ে জলপ্রকল্প নববারাকপুরে
89.5%


















