নজরদারি বাড়াতে সীমান্তে সিসি ক্যামেরা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির জন্য বসানো হল সিসি ক্যামেরা। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার রণঘাট গ্রাম পঞ্চায়েত এর বানেশ্বরপুর বাজার সংলগ্ন এলাকা থেকে এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত হয়ে পড়ে প্রশাসন। সীমান্তরক্ষীদের নজরদারিকে উপেক্ষা করেই বেড়ে চলছে অসাধু ব্যবসায়ীদের কারবার। তাই সীমান্তে নজরদারি আরও বৃদ্ধি করতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় বাগদা থানা। সেই অনুযায়ী সকাল হতেই বাগদার এইচডিপিও সান্তনু ঝাঁ ও বাগদা থানার অধিকারিক গনেশ পাইনের উপস্থিতিতে বানেশ্বরপুর বাজার সংলগ্ন এলাকায় বসানো হয় সিসি ক্যামেরা। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগদার এইচডিপিও জানান, সীমান্তবর্তী এলাকায় বেড়ে চলেছিল অবৈধ কাজকর্ম ও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ। সেসব রুখতে তারা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা অনুযায়ী এদিন বানেশ্বরপুর বাজারের পাশাপাশি বৈকোলা বাজার ও ওঙ্গালা বাজার সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়।

















