Banner Top

নকপুলে সাড়ম্বরে দেবশিল্পী শ্রীশ্রীবিশ্বকর্মা পূজা

দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী : ১৭ সেপ্টেম্বর , মঙ্গলবার নকপুল আম্বেদকর নগরে ‘দি চায় স্টোরিজ’ (ক্যাফে)- এ সাড়ম্বরে শ্রীশ্রীবিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় । ক্রেতা- বিক্রেতা, শুভানুধ্যায়ী ও কর্মীসাধারণের সম্মিলিত উপস্থিতিতে দেব শিল্পীর পূজারাধনা সুসম্পন্ন হয় । সর্বত্রই মাঙ্গলিক উপচার ও বস্তুর উপস্থিতি পূজা অঙ্গনে এক স্বর্গীয় বাতাবরণ তৈরি করে । দি চায় স্টোরিজ (ক্যাফে) -এর সুস্বাদু খাবার এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ, সত্যিই মানুষকে এক অনির্বাচনীয় অভিজ্ঞতা প্রদানে সক্ষম । মালিকের মধুর বচন এবং কর্মচারীদের হাসিমুখি আন্তরিক নান্দনিক পরিষেবা ক্রেতামনকে আন্দোলিত, আনন্দিত করবেই। এক কথায় বলা যায় খাদ্য রসিক বাঙালি আভিজাত্যের একমাত্র নির্ভুল ঠিকানা- নকপুল দি চায় স্টোরিজ-এর নৈসর্গিক অঙ্গন। আর এই খাদ্য সৌরভ বিতরণের নিরলস অন্তরালে থাকা কর্ণধার মানুষটি হল বিলাস হালদার। 

নকপুলে সাড়ম্বরে দেবশিল্পী শ্রীশ্রীবিশ্বকর্মা পূজা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment