Banner Top

ধৃত শিশুসহ ১২ জন বাংলাদেশী

                                                                                               দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গী হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী ও পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশ অনুযায়ী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ রুখতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে বিএসএফ। অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে পারাপার করতে না পারে তার জন্য প্রতিনিয়ত তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। চলছে টহলদারি। সীমান্ত এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে একের পর এক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকেরা গ্রেফতার হয়ে চলেছে। তবুও বিরাম নেই।  সাহসের সাথে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা করে চলেছে দালাল চক্র। এবার সূত্র অনুযায়ী হানা দিয়ে ১২ জন বাংলাদেশীকে গ্রেফতার করে পুলিশ। নদীয়ার হাঁসখালি থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, তিন থেকে চার বছর আগে শিশু সহ ১২ জন বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর দক্ষিণ ২৪ পরগনা এলাকা হয়ে ভারতের পশ্চিম অংশের বিভিন্ন জায়গায় বসবাস করে তাঁরা। ভারতের ঘোষণা শুনে হাঁসখালি থানা এলাকায় ফেরত আসে তাঁরা। এরপর ভারতীয় দালাল মারফত সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে কোনও বৈধ নথি না মেলায় বাংলাদেশের যশোর নারাইল জেলার বাসিন্দা রেজাউল শেখ, কুলচুম বেগম, এনামুল শেখ, আমিন মোল্লা, হাবিবুর মোল্লা, আব্বাস আলী শেখ, কাজল শেখ, হোসনারা বেগম, মিনারুল শেখ, আবদুল্লাহ আনসারী, রিফু আনসারী, রুকিয়া আনসারী নামে শিশু সহ মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে হাঁসখালি থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানায়, যে সকল দালালরা অবৈধভাবে বাংলাদেশীদের এ রাজ্যে প্রবেশ করতে বা বাংলাদেশে ফেরত যেতে সহযোগিতা করছে, তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

জেলার খবর : উত্তর ২৪ পরগণা জেলা

ভারত-পাক যুদ্ধের আবহে ভারত বিদ্বেষী পোস্ট

ভারত-পাক যুদ্ধের আবহে ভারত বিদ্বেষী পোস্ট

ধৃত রাজনৈতিক নেতৃত্ব

                                                              দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  ভারত-পাক যুদ্ধের আবহে সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষী পোস্ট করে শাসক দলের এক নেতা। ওই পোস্টকে ঘিরে সৃষ্ট হয় রাজনৈতিক চাপানউতর।  পুলিশ গ্রেফতার করে ওই নেতাকে। ঘটনায় অস্বস্তিতে তৃণমূল। নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, কাশ্মীরের পেহেলগাঁও কান্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে ভারত-পাক যুদ্ধ। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা আক্রমন করায় বিপাকে পড়েছে পাকিস্তান। এমতাবস্থায় পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করতে থাকে শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলর এর স্বামী শাহজাহান শেখ। সামাজিক মাধ্যমে সেই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতর। অভিযুক্তর শাস্তির দাবিতে সরব হয় সবকটি রাজনৈতিক দল। বিতর্কিত পোস্টের তদন্তে নেমে মধ্যরাতেই ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দাবি করেন, ভারতবিদ্বেষী মানসিকতার লোকেদের অবিলম্বে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। ওরা এ দেশে থাকার জন্য একেবারেই উপযুক্ত নয়। এ প্রসঙ্গে তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন- তা তার জানা নেই। পুলিশ তদন্ত করছে।” ধৃত তৃণমূল নেতা শাহজাহান শেখ অবশ্য তাঁর ফেসবুকে করা ভারতবিদ্বেষী পোস্টের বিষয়টি তাঁর বাড়ির নাবালকদের উপর চাপিয়ে, দায় এড়ানোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি স্থানীয় বাসিন্দা ও পুলিশের বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। ভারত-পাক যুদ্ধের আবহে ফেসবুকে তৃণমূল নেতার ভারতবিরোধী পোস্টের জন্য অস্বস্তিতে পড়েছে শাসকদল। সত্য উদ্ঘাটনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সরকারি কাজে বাধার অভিযোগ আমডাঙ্গায়

সরকারি কাজে বাধার অভিযোগে ধৃত – ৩

সরকারি কাজে বাধার অভিযোগে ধৃত – ৩ 

                                                   দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ   সরকারি কাজে বারংবার বাধা প্রদানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত পুলিশ জেলার অন্তর্গত আমডাঙ্গা থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, সড়কপথে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাবার যোগাযোগ ব্যাবস্থা সুদৃঢ় করতে, ২০০৯ সালে সরকারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয় এই মর্মে যে, ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারন করা হবে। সেই অনুযায়ী শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। এক্ষেত্রে অনেকেই তাদের জমি দিতে অস্বীকার করে। দেখা দেয় জমি সংক্রান্ত জটিলতা। থমকে যায় সেই কাজ। পরবর্তীতে রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় ১২ হাজার মানুষ দান করেন ২১ টি মৌজার জমি। জমি বাবদ সরকারের তরফ থেকে অনেকেই ক্ষতিপূরণ পায়। ২০১৩ সালে ওই কাজ শুরু হতেই ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামে বহু মানুষ। জানা যায়, ক্ষতিপূরণের অর্থ গ্রহণকারী কিছু মানুষও সেই  আন্দোলনকারীদের সঙ্গে যোগদান করেছিল। ফলে বিঘ্নিত হয়েছিল সড়ক সম্প্রসারণের কাজ। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমডাঙা পুলিশ ও বারাসাত জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ১ লা মার্চ শুরু হয় সেই কাজ। রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন ভূমি রক্ষা কমিটির সদস্যরা সেই কাজে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করে। ফলে সরকারি কাজে বিঘ্ন ঘটে প্রভূত। এমনই অভিযোগ উঠেছে। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা দেওয়ায়, আমডাঙ্গা থানার পক্ষ থেকে ওই সকল বাধা প্রদানকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী আমডাঙ্গা থানা এলাকার বাসিন্দা ৬১ বছরের আবাস সামাদ, ৬২ বছরের মোহাম্মদ সৈয়দ আহমেদ ও ৪৩ বছরের মনজুরুল আমিন ওরফে বাবলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা ভূমি রক্ষা কমিটির সদস্য বলে জানায় পুলিশ।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই 

ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

বেঙ্গল ফ্যাশন স্টার গৌরবের শিখরে

বেঙ্গল ফ্যাশন স্টার: গৌরবের শিখরে                                                                    দাবদাহ লাইভ,  ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের মনোমুগ্ধকর পেজেন্ট শো, যেখানে প্রায় ১৪০ জন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক শিয়ালদহ ডিভিশনে

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সিনিয়র ডিসিএম

নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে

সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে

মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত

মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত

ধৃত শিশুসহ ১২ জন বাংলাদেশী
User Review
73% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment