ধর্ষণকান্ডে দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ টিটাগড় থানায়
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যাটার্জীঃ উত্তর ২৪ পরগণা জেলার টিটাগড় থানায় দিনভোর বিক্ষোভে সামাল দিতে প্রশাসনের হিমসিম অবস্থা। একদিকে সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতি ও অন্য দিকে ভারতীয় জনতা দলের। উল্লেখ্য, সম্প্রতি টিটাগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডে ধর্ষণ কান্ডে দোষীদের শাস্তির দাবীতে এই বিক্ষোভ। পাশাপাশি পুলিশের জুলুম ও বিজেপি কর্মীদের উপরে আক্রমণের প্রতিবাদে সারা রাজ্যে থানায় বিক্ষোভ সমাবেশ। টিটাগড় থানায় বিজেপির বিক্ষোভ।
নিউজ এক ঝলকে
ধর্ষণকান্ডে দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ টিটাগড় থানায়
86%















