ধরা পরল নকল টয়লেট ক্লীনার
দাবদাহ লাইভ, নিজস্ব প্রতিনিধিঃ কয়েক লক্ষাধিক টাকারও বেশি নকল বাথরুম পরিষ্কার করার সরঞ্জাম এর নকল মাল বাজেয়াপ্ত করা হ’লো। সম্প্রতি, গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় একটা বাড়িতে, সেখানে বাথরুম পরিষ্কারের নকল মাল বাজেয়াপ্ত করে। লেভেল, কাঁচামালও বাজেয়াপ্ত করে পুলিশ। একজনকে ধরে তদন্ত শুরু করেছে। এই কাজের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে তার তদন্ত করছে পুলিশ। বারুইপুর জেলা পুলিশের বড়ো সাফল্য বলে কর্তৃপক্ষের অনুমান।
ধরা পরল নকল টয়লেট ক্লীনার
0%







