দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দার্জিলিং তৃণমূলের মিছিল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত দার্জিলি জেলা তৃণমূল মহিলা কংগ্রেস এদিন মিছিল করে। এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান কেন্দ্রীয় সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন; কেরোসিন তেল এবং রান্নার গ্যাসের কোন ছাড় নেই। গ্যাসের দাম সাড়ে তিনশো টাকা থেকে বেড়ে দাড়িয়েছে বারোশো টাকা। প্রতিটি জিনিসের দাম সাধারন মানুষের নাগালের বাইরে চলে গেছে,অথচ তাদের মধ্যে একটাই কাজ মানুষের সাথে মানুষের বিভেদ তৈরী করা। এদিন তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিলটি ছিল বিশাল। মিছিলে জেলা সভাপতি পাপিয়া ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জোতি তিরকি এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য মহিলা এম আইসি এবং কাউন্সিলারেরা। মিছিলে প্রত্যেক মহিলা কর্মীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিন মিছিল শেষে জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ জানান তৃণমূল কংগ্রেস প্রতিবাদ আগেও করেছে আগামীদিনেও করবে। কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে লাগাম না দেয় তবে তৃণমূল কংগ্রেস গোটা দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেবে বলে জানান। সারা ভারতে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রধান প্রতিবাদী মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেও দাবী করলেন।















