দেশের কিষাণদের সাথে চুক্তি ভঙ্গের প্রতিবাদে মিছিল
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ উত্তর ২৪ পরগনা জেলা সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে প্রতিবাদ মিছিল। দেশের কৃষকদের সাথে মোদী সরকারের চুক্তি ভঙ্গ করার প্রতিবাদে এই মিছিল বলে জানা যায়। ট্রাক্টর ও মোটর বাইক র্যালি প্রশাসনের অনুমতি না পাওয়ায় দিন পরিবর্তন করে করা হয়েছে বলে নেতৃত্বরা জানালেন।
নিউজ এক ঝলকে
দেশের কিষাণদের সাথে চুক্তি ভঙ্গের প্রতিবাদে মিছিল
83%








