দেনার দায়ে ইস্পাত নিগম বিক্রি, ক্রেতা টাটা
দাবদাহ লাইভ, বিশেষ প্রতিবেদকঃ ভারতের বৃহত্তম স্টিল উৎপাদন সংস্থা টাটা স্টিল। এর আগেও তারা দেশের অনেক প্রয়োজনে এগিয়ে এসেছে। এবার রতন টাটার সংস্থাই কিনে নিচ্ছে ঋণে ডুবে থাকা ওড়িশার নীলাচল ইস্পাত নিগম লিমিটেডকে (NINL)। রাষ্ট্রায়ত্ত ওই সংস্থাকে কেনার জন্য বিড হয়। সেখানে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি কনসোর্টিয়ামকে পিছনে ফেলে ওই কোম্পানির মালিকানা নিশ্চিত করে টাটারা। জানা যায় আগামী জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর সম্পূর্ন হতে চলেছে।
0%








