দেগঙ্গা ব্লকে মিড-ডে মিলের সুসংহত পরিষেবা কমিটি গঠন
দাবদাহ লাইভ, বারাসাতঃ উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের ১৬৭ টি প্রাথমিক, ৪৭টি উচ্চ প্রাথমিকে এবং মাদ্রাসায় ৭টি সহ ৭১ টি এস এস কে এম স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলের খাবার সুষ্ঠভাবে বন্টন করার নতুন সুসংহত উদ্দ্যোগ নিল দেগঙ্গা ব্লক। প্রবীণ শিবনাথ পালের তত্ত্বাবধানে মাধ্যমিক স্তরের শিক্ষিক শিক্ষিকাদের নিয়ে নতুন কমিটি ৮ ই জুলাই এর মধ্যে নথিপত্র সংগ্রহ করে সুষ্ঠভাবে পরিষেবা প্রদান শুরু করবে। উল্লেখ্য বিগত দিনে স্কুল পরিদর্শকদের পর্যবেক্ষণে দেগঙ্গা ব্লক বরাবরই প্রথম স্থানে ছিল বলে জানান শিবনাথ পাল। এই পরিপ্রেক্ষিতে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মুফিদুল সাহাজি ও সহ-সভাপতি তুষার কান্তি দাসের অবদান অনস্বীকার্য। এ ছাড়াও স্বচ্ছ ভাবমুর্তি ও কর্মঠ আধিকারিক বিডিও সুব্রত মল্লিক, জয়েন্ট বিডিও সৌমিত্র গঙ্গোপাধ্যায় এবং সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মীরাও যথেষ্ঠ আন্তরিক।


























