Banner Top

 

দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নাইডুকে গ্রেফতার

                                  দাবদাহ লাইভ, নিজস্ব প্রতিনিধিঃ  অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি (তেলেগু দেশম পার্টি) প্রধান এন চন্দ্রবাবু না্লেঙ্কে স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করল সি আই ডি ও অন্ধ্রপ্রদেশ পুলিশ।   রাতভর নাটকীয় তদন্তের পর  নান্দিয়াল পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে দলের এক মুখপাত্র। পূর্ব গোদাবরী জেলায় তাঁর ছেলে নারা লোকেশকে আটক করেছে অন্ধ্র প্রদেশ পুলিশ। চন্দ্রবাবু নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হবে। ২০২১ সালের এই দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে এফআইআর হয়। ৩১৭ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দলীয় কর্মসূচি উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু নাইডু। জনসভার পর বিশ্রাম নিচ্ছিলেন একটি ভ্যানিটি ভ্যানে। সেখানেই অন্ধ্র পুলিশ ও সিআইডি হানা দেয়। সকাল ৬টা নাগাদ গ্রেফতার করা হয় চন্দ্রবাবু নাইডুকে। গ্রেফতারির পর টিডিপি সমর্থকরা প্রতিবাদ করতে থাকে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তাঁরা। চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন, কোন তথ্যপ্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়। ফৌজদারি কার্যবিধির ধারা ৫০(১)(২)-এর অধীনে জারি করা নোটিস অনুসারে, পুলিশ চন্দ্রবাবু নাইডুকে জানায় যে তাঁকে ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৭, ১০৯, ১২০(৮), ১৬৬, ১৬৭, ২০১, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭১ নং ধারার অধীনে গ্রেফতার করা হচ্ছে। তাছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮-এর অধীনেও মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাইডুকে জিজ্ঞাসাবাদের পর মামলার বিস্তারিত তথ্য ও রিমান্ড রিপোর্ট দেওয়া হবে। নাইডু পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়েছিলেন। পৃথিবীর কোন শক্তিই তেলেগু জনগণের সেবা করা থেকে বিরত করাতে পারবে না বলে নাইডুর অফিসিয়াল এক্স একাউন্টে গ্রেপ্তারের পর একটি পোস্ট লেখা হয়েছে।

 

দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী নাইডুকে গ্রেফতার
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment