Banner Top

দুর্গোৎসবে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা

                                                                দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, কলকাতাঃ কলকাতায় যাতায়াতকারী মানুষের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনের রাণাঘাট-শিয়ালদহ ছাড়া রাণাঘাট-বনগাঁ-শিয়ালদহ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন। বেড়েছে লোকাল ট্রেনের সংখ্যাও। এসি লোকাল ট্রেন এর পর চালু হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। ফলে কলকাতায় যাতায়াত খুবই সুবিধাজনক হওয়ায় রেল যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। হাতে গোনা কয়েকদিন পর অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির প্রিয় উৎসব। স্বভাবতই দূর্গোৎসবের সময় যাত্রী সাধারণের ভীড় আরও বহু গুণ বৃদ্ধি পাবে। উৎসব মুখর সময়ে রেলযাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম এর কনফারেন্স রুমে সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় পূর্ব রেলের তরফে। জানানো হয়, শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখায় থাকা গ্যালোপিং ট্রেনগুলি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি স্টেশনে থামবে। ওই সময়ে শিয়ালদহ স্টেশনে থাকবে অতিরিক্ত ১০টি মোবাইল ইউটিএস। সচল থাকবে ১৭টি এটিভিএম। সে-সব ২৪ ঘন্টা রক্ষণাবেক্ষণের জন্য একজন অতিরিক্ত সার্ভিস ইঞ্জিনিয়ার মোতায়েন করা হবে। সর্বক্ষণ চালু থাকবে ২১টি টিকিট বুকিং কাউন্টার। ওই ৫ দিন শিয়ালদহ স্টেশনের কার পার্কিং এলাকা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। প্রয়োজনে ভীড় নিয়ন্ত্রণের জন্য গাড়ি রাখার জায়গাটি ব্যবহার করা হবে। প্রতিমা দর্শন করতে আসা যাত্রীদের সুবিধার্থে দ্রুত খুলে দেওয়া হবে এক নম্বর প্ল্যাটফর্ম এর কাছে থাকা ‘প্রফুল্ল দ্বার’। ওই দ্বারের প্রবেশ পথে থাকবে ৯টি টিকিট বুকিং কাউন্টার এবং চারটি এটিভিএম। সঙ্গে থাকবে দুটি মোবাইল ইউটিএস-ও। ওই গেট দিয়ে প্রবেশ করে যাত্রীরা সহজেই মেইন লাইনের ট্রেন ধরতে পারবেন। দূরপাল্লার যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে নামার নির্দিষ্ট জায়গা থাকবে। যাতে তাঁরা ৯ এবং ১১-১৪ নম্বর প্লাটফর্মের দিকে সহজে যেতে পারেন। ভীড় সামাল দেওয়ার জন্য ঘনঘন বিশেষ রাত্রিকালীন ট্রেন চলবে শিয়ালদহ-কল্যাণী এবং বালিগঞ্জ-সোনারপুরের মধ্যে। পূজোর দিনগুলোতে সন্ধ্যা ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে ট্রলি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের সব স্টেশন থেকে অনতিবিলম্বে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন ডিআরএম। জরুরী পরিস্থিতিতে যাতে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক পদক্ষেপ গ্রহণ করা যায়, সেজন্য স্টেশনগুলির বিভিন্ন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। রেলের তরফে বারাসাত, খড়দহ, ব্যারাকপুর, বনগাঁ, রাণাঘাট, সোনারপুর, বারুইপুর, বালিগঞ্জ, বহরমপুর ইত্যাদি ব্যস্ত লেভেল ক্রসিং গেট গুলোতে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। নিরাপত্তা বাহিনীও থাকবে। রেলের তরফে ঝুঁকিপূর্ণ গেট গুলো ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ওই গেটগুলিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে স্বেচ্ছাসেবক মারফত পর্যবেক্ষণ করা হবে। সংকটজনক  পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইএমইউ রেক প্রস্তুত রাখা হবে। শিয়ালদহ, দমদম, কলকাতা ইত্যাদি ব্যস্ত স্টেশন গুলোতে অতিরিক্ত “মে আই হেল্প ইউ” বুথ খোলা হবে। মন্ডপ পরিদর্শকদের সুবিধার জন্য ওই বুথ গুলোতে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে। জরুরি ভিত্তিক সহায়তার জন্য ওই বুথগুলোতে পুলিশ স্টেশন, হাসপাতাল, ফায়ার ব্রিগেড, ইত্যাদি-র মতো গুরুত্বপূর্ণ ফোন নম্বরের একটি তালিকাও থাকবে। সব গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন নির্দেশিকা ও যাত্রী ঘোষণার ব্যবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। সমস্ত স্টেশনে পর্যাপ্ত সংখ্যক অগ্নি নির্বাপক যন্ত্র থাকবে এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অতিরিক্ত যন্ত্রও প্রস্তুত রাখা হবে। শিয়ালদহ, দমদম, নৈহাটি, বারাসাত ইত্যাদি গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে চিকিৎসা সহায়তা বুথ থাকবে, যেখানে অসুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য ডাক্তার এবং প্যারামেডিকেল স্টাফেরাও উপস্থিত থাকবেন। এসবের পাশাপাশি, মেট্রোরেল নিয়েও একটি বিজ্ঞপ্তি জারি হয়। প্রসঙ্গত, গত ২২ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক রাজ্যে তিনটি মেট্রো রুটের উদ্বোধনের পর গত ২৫ শে আগস্ট থেকে চালু হয় ইয়েলো রুটের মোট চারটি (নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ অর্থাৎ দমদম বিমানবন্দর) স্টেশনে যাত্রী পরিষেবা। এতদিন ওই রুটে সোম থেকে শুক্রবার পর্যন্ত চলছিল মেট্রো। তবে আগামী ১৩ ই সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার ৩৫ মিনিট অন্তর চলবে মেট্রো। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৭ টা ৩৫ থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। আর রবিবার সকাল ৮ টা ৩৫ মিনিট থেকে রাত ৮ টা ২২ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। ফলতঃ উপকৃত হবেন যাত্রী সাধারণ।

জেলার খবর

জলাভূমি ভরাটে অবৈধ নির্মাণে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জলাভূমি ভরাটে অবৈধ নির্মাণে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

                                                         দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা,কলকাতাঃ  কলকাতার দুটি পৃথক এলাকা থেকে বেআইনি জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ ওঠে। একই দিনে পৃথক দুটি মামলায় কড়া পদক্ষেপ নেয় কলকাতা হাইকোর্ট। ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা পৌরসভার অন্তর্গত গার্ডেনরিচ এলাকার বাসিন্দা আসগর আলী মোল্লা অভিযোগ করেন এই মর্মে যে, গার্ডেনরিচের নাদিয়াল থানার অন্তর্গত ২৮৮ ও ২৪৯ নম্বর দাগের জমিতে থাকা একটি পুকুর বেআইনিভাবে ভরাট করার পর, সেখানে একটি চারতলা বাড়ি নির্মাণের কাজ চলছে। বিষয়টি কলকাতা পুরসভা ও পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। অভিযোগটি শুনে বিচারপতি সিনহার প্রশ্ন- “কর্তৃপক্ষ এতদিন কোনও ব্যবস্থা নেয়নি কেন?” যথার্থ উত্তর না মেলায় তিনি কলকাতা পুরসভার ভূমি সংস্কার দপ্তর এবং পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আগামী ২৪ শে সেপ্টেম্বর এর মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। একইভাবে কলকাতার মহেশতলা পৌর এলাকার বাসিন্দা ফারুকউদ্দিন আলি আহমেদ অভিযোগ করেন এই মর্মে যে, ওই পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচুর মৌজার কানখুলি হেপাপাড়ায় একটি জলাভূমি ছিল। অবৈধভাবে তা ভরাট করে, সেখানে একটি দোতলা বাড়ি নির্মাণ করা হয়েছে। কাজ চলাকালীন মহেশতলা পৌরসভা কাজ বন্ধের নোটিশ জারি করলেও কোনও লাভ হয়নি। সেই মামলাতেও বিচারপতি সিনহা ভূমি রাজস্ব দপ্তর এবং পুরসভাকে যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখে আগামী ২৩ সেপ্টেম্বর রিপোর্ট পেশ করার নির্দেশ দেন। ওইদিনই হবে এই মামলার পরবর্তী শুনানি।

সুরা পানের আসরে হত্যাকান্ড

সুরা পানের আসরে হত্যাকান্ড

                                                      দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  সুরা পানের আসর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মতবিরোধের জেরে যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার মধ্যমগ্রাম থানার অন্তর্গত মধ্যমগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হুমায়ুনপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাক্তন পুলিশকর্মী মতিয়ার রহমানের ছেলে আজাদ রহমান প্রায়শই তাঁর বাড়িতে সুরা পানের আসর বসাতো। মুহূর্তেই সেই আসরে শুরু হত ঝামেলা। অন্যান্য দিনের ন্যায় রবিবার রাতেও ওই একই স্থানে সুরা পানের আসর বসে। সেখানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিল আবাদালপুর এলাকার বাসিন্দা ২৪ বছরের বুদ্ধদেব মন্ডল। আসর চলাকালীন কিছু সময়ের ব্যবধানেই শুরু হয় বচসা। এরপরই চলে মারামারি। সোমবার সকাল ১০ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা মতিয়ার রহমানের বাড়ীর বাগানে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখম অবস্থায় বুদ্ধদেবকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের কথায় মৃতের মাথার পিছনে ছিল বড় আঘাতের চিহ্ন। সেখান থেকে রক্তপাত হচ্ছিল। বুদ্ধদেবকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান। কিন্তু এদিন ওই আসরে কি কারণে ঝামেলা বেঁধেছিল, ওই যুবককে হত্যার নেপথ্যে রয়েছে কোন্ অজানা কারণ। সুরা পানের আসর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় ঘনীভূত হয়েছে রহস্য। আর সেই রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।  তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি  আজাদ, তাঁর দুই বন্ধু ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, আদালত মারফত নিজেদের হেফাজতে নিয়ে, হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে পুলিশ।

প্রতিবাদের ফল মৃত্যু

প্রতিবাদের ফল মৃত্যু

                                          দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, কলকাতাঃ  বর্তমান পরিস্থিতিতে অন্যায় দেখেও চুপ থাকে বেশিরভাগ মানুষ। কারণ প্রতিবাদ করলেই বেঘোরে প্রাণ যাবে- এই আশঙ্কায় চলে নীরবতা পালন। প্রতিবাদের ফল এখন বড় নির্মম। এমন নির্মমতার চিত্র প্রতিনিয়ত ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। খাস কলকাতার বুকে ঘটেছে এমনই এক নির্মম ঘটনা। বাড়ির সামনে সুরা পান ও অশ্রাব্য ভাষা প্রয়োগের প্রতিবাদ করায় এক যুবককে হত্যা করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্মম ঘটনাটি কলকাতার একবালপুর থানার অন্তর্গত একবালপুর লেনে ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ তারিখ মঙ্গলবার আনুমানিক রাত বারোটার সময় একবালপুর লেনে প্রকাশ্যে সুরাপানের পাশাপাশি, আশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল কয়েকজন ব্যাক্তি। উদরে প্রবেশ হওয়া সুরার মাত্রা ক্রমশ বৃদ্ধির সাথে সাথে, তাঁদের মুখ থেকে স্ফুলিঙ্গ-এর ন্যায় নানাবিধ গালাগাল বের হচ্ছিল। যা এক সময় অসহ্য হয়ে উঠেছিল স্থানীয়দের কাছে। তবে সবাই নীরব দর্শকের ভুমিকা পালন করলেও, শেষমেশ স্থানীয় ধনরাজ প্রসাদ নামে ৩৭ বছরের এক যুবক বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে ওই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। ব্যাস, প্রমাণ হয় প্রতিবাদের ফল বড্ড নির্মম। নেশাগ্রস্থ ব্যাক্তিরা চপার নিয়ে প্রতিবাদী ওই যুবকের উপর চড়াও হয়। একাধিক কোপ মেরে ক্ষতবিক্ষত করে তাঁর শরীর। রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে প্রতিবাদী যুবক। বিপদের আশঙ্কায় এলাকা ছাড়ে অভিযুক্তরা। ঘটনার পর ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি গুরুতর জখম হওয়া ধনরাজকে উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই শুরু হয় চিকিৎসা প্রক্রিয়া। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসার কিছু সময় পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ধনরাজের। কাল বিলম্ব না করে পরিবারের সদস্যরা তাঁকে প্রগতি ময়দান থানা এলাকার একটি হাসপাতালে ভর্তি করান। চিকিৎসা চলাকালীন শুক্রবার বিকেল সাড়ে ৪ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই প্রতিবাদী যুবক। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্তে নেমে আলী রাজা নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ পেতে আদালত মারফত ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয়দের কথায়, এলাকায় দুষ্কৃতিদের তান্ডবে সর্বদা ভয়ে সিটিয়ে থাকতে হয়। অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি, দুষ্কৃতি মুক্ত এলাকার দাবি জানায় মৃতের পরিবার সহ এলাকাবাসীরা। যুবকের এহেন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই 

ওয়ার্কশপে মাটির প্রতিমা নষ্টের অভিযোগে কাঠগড়ায় দুই ভাই

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

রক্তকরবীর সেই নীল ঘোড়া নব আঙ্গিকে

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

মধ্যমগ্রামের বিবেক মেলা উদ্বোধনে রাজ্যপাল

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

নিউ ব্যারাকপুর পুরসভার আয়োজনে পুষ্প প্রদর্শনী 

বেঙ্গল ফ্যাশন স্টার গৌরবের শিখরে

বেঙ্গল ফ্যাশন স্টার: গৌরবের শিখরে                                                                    দাবদাহ লাইভ,  ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:  বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো এবারের মনোমুগ্ধকর পেজেন্ট শো, যেখানে প্রায় ১৪০ জন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল প্রবর্তক জুট মিল

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক শিয়ালদহ ডিভিশনে

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক সিনিয়র ডিসিএম

নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

নীল সবুজ লাইনে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জাল ভিডিও  সোশ্যাল মিডিয়ায় পোস্টে ধৃত এক

হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হৃদয়পুরে শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে

সাস্থ্য সাথী কার্ডের সূচনা মধ্যমগ্রাম পুরসভার হাসপাতালে

মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত

মধ্যমগ্রাম ঘরানার নিবেদনে আলাপের উচ্চাঙ্গ সংগীত

গঙ্গাসাগর মেলায় শিয়ালদহ দক্ষিণে বিশেষ রেল সূচী

গঙ্গাসাগর মেলা উপলক্ষে অভূতপূর্ব পদক্ষেপ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন

উদ্ধার অপহৃত ব্যবসায়ী, ধৃত ২

উদ্ধার অপহৃত ব্যবসায়ী, ধৃত ২

বঙ্গে চলবে দেশের প্রথম বন্দে ভারত ট্রেন

বঙ্গে চলবে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন

মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন

মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন

বারাসাত জেলা পুলিশের উদ্যেগে প্রতারিতদের‌ টাকা ফেরৎ 

বারাসাত জেলা পুলিশের উদ্যেগে প্রতারিতদের‌ টাকা ফেরৎ 

বৌমাকে হত্যার অভিযোগে ধৃত কাকা শ্বশুর

বৌমাকে হত্যার অভিযোগে ধৃত কাকা শ্বশুর

শিয়ালদহ সেকশনে এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান

সিনিয়র ডিসিএম এর তত্ত্বাবধানে এসি লোকালে বিশেষ টিকিট চেকিং অভিযান

পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশে ক্ষুব্ধ সাংসদ

পরিবারের সদস্যদের শুনানিতে হাজিরার নোটিশ, ক্ষুব্ধ সাংসদ

সিনিয়ার সিটিজেনদের পাশে প্রশাসন

সিনিয়ার সিটিজেনদের পাশে প্রশাসন

দুর্গোৎসবে যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের একগুচ্ছ পদক্ষেপ
User Review
95% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment