Banner Top

দুর্গাপূজার বিশ্ব হেরিটেজ স্বীকৃতিতে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতায় পদযাত্রা

 

দুর্গাপূজার বিশ্ব হেরিটেজ স্বীকৃতিতে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতায় পদযাত্রা

  দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ কোলকাতার দুর্গাপূজার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভূক্তির স্বীকৃতি বাঙালী মনে উৎফুল্ল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্গা পূজার রেশ এনে দেয়। উত্তর ২৪ পরগনা জেলায় বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন থেকে মধ্যমগ্রাম হেঁটেছেন জেলা সভাধিপতি বীণা মণ্ডল, সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জী,  জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অতিরিক্ত জেলা শাসক তাহেরুজ্জামান, বারাসাত মহকুমা শাসক সোমা সাউ, বিধায়ক ও পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বিধায়ক সব্যসাচী দত্ত, রহিমা মন্ডল, বিশ্বজিত দাস, বারাসাত ও মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় ও নিমাই ঘোষ প্রমুখ। মধ্যমগ্রামে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।          

Vidyasagar Stadium

কৃতজ্ঞতায় বর্ণময় শোভাযাত্রা শিলিগুড়িতে

ইউনেস্কোর হেরিটেজ তালিকায় কোলকাতার দুর্গাপূজা

   

শিলিগুড়িতে বর্ণময় শোভাযাত্রা

                     দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ  ইউনেষ্কো দূর্গাপূজোকে শ্রেষ্ঠ পূজোর সন্মান দিয়েছে এই সন্মানকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে আয়োজন করা হয়েছিল শোভাযাত্রার। শিলিগুড়িতেও তার ব্যাতিক্রম দেখা যায় নি।শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার তরাই তারাপদ আদর্শ বিদ্যামন্দিরের সামনে থেকে শুরু হয় এক বর্নময় শোভাযাত্রার। এই বর্নময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ,পাহাড়ের বিধায়ক শান্তা ছেত্রী শিলিগুড়িল মেয়র গৌতম দেব এবং অনান্য তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। সকালেই ভীড় জমতে শুরু করে তরাই ইষ্কুলের মাঠ জুড়ে। বর্নাঢ্য শোভাযাত্রায় ছিল মা দূর্গার মুর্তি সহ অসাধারন সব সাজসজ্জা।ছোট ছোট মেয়েরা অসাধারন পোশাক পড়ে সামনে দাড়িয়েছিলেন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান ইউনেষ্কো বাঙ্গালীর দূর্গাপূজোকে অসাধারন সন্মান দিয়েছে।আর সেটা মাথায় রেখেই আমরা সামনে এগিয়ে চলেছি। এদিন ঢাক বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের নিজের পূজো দূর্গাপূজো। এই পূজোকে ঘিরেই চলে আমাদের সারা বছর ইউনেষ্কোর তরফ থেকে আমরা যে সন্মান পেলাম সারা বাংলা জুড়ে তা পালিত হবে। এদিন ঢাক বাজিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের সবচাইতে বড় উৎসব দূর্গাপূজো। আর আমরা সেই পূজোরই শ্রেষ্ঠ সন্মান পেয়েছি।তাই আজ আমাদের সবচাইতে আনন্দ করবার দিন।শোভাযাত্রাটি শেষ হয় বাঘাযতীন পার্কে এসে। বৃষ্টির কারনে অনেকেই আসতে পারেন নি,তাহলেও এদিন এই শোভাযাত্রাকে ঘিরে সাধারন মানুষের ভীড় ছিল দেখবার মতন।

নিউজ এক ঝলক

দাবদাহ লাইভ শিরোনাম

দাবদাহ লাইভ

মানুষের কথা বলে

।।    স্বল্প ব্যয়ে অধিক প্রচার   ।।

 লোকাল বিজ্ঞাপনের আবেদন। 

দুর্গাপূজার বিশ্ব হেরিটেজ স্বীকৃতিতে ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতায় পদযাত্রা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment