দুর্গন্ধযুক্ত পানীয় জল সরবরাহে বিক্ষোভ স্থানীয়দের
দাবদাহ লাইভ, মালদা, নিজস্ব সংবাদদাতাঃ সরকারিভাবে সরবরাহ পানীয় জল ব্যবহারের অযোগ্য বলে অভিযোগে ক্ষোভে ফেটে পড়ল মালদার মানিকচকের চৌকি মির্জাদপুর অঞ্চলের মিরকিটোলা এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আসের্নিকমুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে তা জল পানের অযোগ্য। এই গ্রামে মধ্যে রয়েছে পরিশুদ্ধ পানীয় জলের কল। তবে পর্যাপ্ত পানীয় জলের অভাবে ভুগছেন স্থানীয় মানুষেরা। কারন কলের মাধ্যমে যে জল সরবরাহ করা হচ্ছে তা পানযোগ্য নয়। বিশুদ্ধ পানীয় জলের বদলে মিলছে দুর্গন্ধ, ফেনাযুক্ত নোংরা জল। তিন থেকে চার মাস ধরে চলছে এই সমস্যা। সমস্যার বিষয়ে স্থানীয় বাসিন্দা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন তবে কাজের কাজ হয়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় মানিকচকের চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মনিরা বিবির বক্তব্য প্রায় তিন থেকে চার মাস ধরে এই সমস্যা। দুর্গন্ধ যুক্ত নোংরা জল বেরোচ্ছে। এই জলে হাত দিলে হাত পর্যন্ত গন্ধ হয়ে যায়।








