দুয়ারে দুয়ারে খাদ্য পরিষেবা কার্টের
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বিরিয়ানি এন্ড কার্ট এর মাধ্যমে কোলকাতায় দুয়ারে দুয়ারে বিরিয়ানি পরিষেবা চালু হতে চলেছে। অভিনব এই উদ্যোগ আবিষ্কার করেছে অভিনেত্রী তথা চলচ্চিত্র নির্দেশক সুচন্দ্রা ভানিয়া। তার কথায়, মাত্র ৯৯ টাকার বিনিময়ে বিরিয়ানি কার্ট খাদ্য রসিকদের হাতে তুলে দিচ্ছে বোনলেস বিরিয়ানি প্যাকেট। এছাড়াও এখানে পাওয়া যাবে আরো নানাবিদ সুস্বাদু খাদ্য সম্ভার।
দুয়ারে দুয়ারে খাদ্য পরিষেবা কার্টের
0%







