দুদিনের অবন মেলা কোলকাতায় অনুষ্ঠিত
দাবদাহ লাইভ, কোল কাতা, সুমাল্য মৈত্রঃ ছবিও কথা বলে সেই ভাবনা ও শিল্পকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই মেলার আয়োজন।আসলে শিল্পর সাথে মানুষের নিবিড় পরিচয় করিয়ে দিতেই একাত্ম করে তুলতেই এই মেলা।এই মেলায় যেমন আছে খাবার দাবারের স্টল তেমনি আছে বিভিন্ন হাতের কাজেরঐ সামগ্রী ।এই সব হারিয়ে যাওয়া শিল্প যাতে মানুষের ঘরে ঘরে সমাদৃত হয় তারই এই প্রয়াস।বিটি রোডএর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই অবন মেলা দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে ।যার শুভ সূচনা হলো আজ ১৬ ই ডিসেম্বর ,এই মেলা অনুষ্ঠিত হচ্ছে ফেকাল্টি বিভাগের পক্ষ থেকে ।এই মেলায় উপস্থিত ছিলেন উপাচার্য সোনালী ব্যানার্জী চক্রবর্তী, অধ্যাপিকা তপতী গুহ ঠাকুরতা সহ অধ্যাপক পরাগ রায়। মেলা চলবে দুদিন।
দুদিনের অবন মেলা কোলকাতায় অনুষ্ঠিত
0%

















