দুঃস্থদের মিষ্টিমুখের জন্য অর্থ বিলি
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বুড়িগেড়িয়া এলাকার বাসিন্দা মদন মাইতি। বয়স ৭০ ছুঁই ছুঁই। অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজ করছিলেন। সম্প্রতি তার ছেলে চাকরি পাওয়ায় গর্বিত তিনি। সেই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে তিনি এক অভিনব পন্থা অবলম্বন করলেন। এলাকার পথ চলতি দুঃস্থদের ৫০০ টাকা করে মিষ্টিমুখের জন্য দিলেন তিনি। আর যা নিয়ে রীতিমতো শোরগোল ডেবরায়। ডেবরা বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে প্রায় ৬০ জন দুঃস্থ ব্যাক্তিকে ৫০০ টাকা করে মিষ্টি মুখের জন্য দিলেন মদন মাইতি। ছেলের চাকরি পাওয়ার খুশিতে তিনি এই কাজ করলেন। তবে টাকা বিলির খবর ছড়িয়ে পড়তেই উত্সুক লোকের ভিড়ও শুরু হয়ে যায়। যদিও নিজেকে প্রচারের আলোয় আনতে নারাজ মদনবাবু। তাই তিনি সরাসরি সংবাদ মাধ্যমে কিছু বলতেও চাননি।








