দীঘায় সাহিত্য সম্মেলন সারাদিন
দাবদাহ লাইভ, দীঘা, সুমাল্য মৈত্রঃ অপু দুর্গা সাহিত্য পত্রিকা, কৃষ্টি পাথর অসম এবং অসম বঙ্গ মৈয়েত্রী সম্মেলন এই যৌথ সংগঠনের উদ্যোগে রবিবার নয়ই নভেম্বর দিঘায় সারাদিন ব্যাপি বিরাট সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেলো এক পাঁচতারা হোটেলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন বাইরের জেলা থেকেও এসেছিলেন কবি সাহিত্যিক ও বিভিন্ন লিটিল ম্যাগাজিন পত্রিকার সম্পাদক। এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয় চৈতালী দাস মজুমদার সম্পাদিত অপু দুর্গা সাহিত্য পত্রিকা। বর্তমান সময়ে বাংলা সাহিত্যের প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য পেশ করেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুরাধা চক্রবর্তী/ গৌরাঙ্গ দেব শর্মা যথেষ্ট প্রাসঙ্গিক কবিতা পরিবেশন করেন। পাশাপাশি বর্তমান সময়ে সাহিত্যের প্রাসঙ্গিকতা নিয়ে মন ছুঁয়ে যাওয়া বক্তব্য রাখেন শোভোনলাল মৈত্রও। এদিন অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় শোভোনলাল মৈত্রকে। এদিনের অনুষ্ঠানে প্রকাশিত হয় বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমুদ্র বার্তা পত্রিকার বিশেষ সংখ্যাও। এই সাহিত্য সম্মেলনের মূল উদ্দেশ্য অসম – পশ্চিমবঙ্গের সাহিত্যের মধ্যে দিয়ে এক মেলবন্ধন ঘটানো। সংগীত নৃত্য কবিতা আলোচনা পত্রিকা প্রকাশ সব মিলিয়ে সৈকত শহরে অনুষ্ঠিত এই সাহিত্য উৎসব উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।
সংবাদ চিত্র
হকি স্টেডিয়াম উদ্বোধন
হকি স্টেডিয়াম উদ্বোধন ঃ সাংবাদিক দেব প্রসাদ সমাদ্দার
নিউজ এক ঝলকে
দীঘায় সাহিত্য সম্মেলন সারাদিন
96%



































