দিল্লীতে কুস্তিগীর হেনস্থার প্রতিবাদে জলপাইগুড়ির নাগরিক সমাজের
দাবদাহ লাইভ, জলপাইগুড়ি, দেবব্রত সেনঃ নাগরিক সমাজের প্রতিবাদ জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে সমাজপাড়া মোড়ে নাগরিক সমাজ পথে নেমে প্রতিবাদ জানাল। কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন ও পুলিশ আক্রমণ মেনে নেওয়া যায় না বলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সর্বস্তরে মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদ। দোষীদের শাস্তিরও দাবী ওঠে। ছিলেন জেলা তথা উত্তরের প্রথম সারির সাহিত্যিক গবেষক উমেশ শর্মা, সন্তু চ্যাটার্জী সহ বিশিষ্ঠ জনেরা। উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে যৌন হেনস্তার শিকার প্রতিবাদ ও অবস্থান রত বিক্ষোভে শামিল হওয়া কুস্তিগীরদের ওপর পুলিশ নির্যাতন ও আক্রমণ চলে। এই প্রতিভাবান খেলোয়াড়রা দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলায় দেশের সুনাম অর্জন করেছে! দেশকে গৌরবান্বিত করেছে! আর সেই তারাই এখন পুলিশি হেনস্থার স্বীকার।







