দিঘা বেড়াতে যাওয়ার পথে চিকিৎসককে পিষে দিল লরি
দাবদাহ লাইভ, পশ্চিম মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চিকিত্সকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুর এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই চিকিত্সকের নাম গৌতম মুখোপাধ্যায়। বয়স ৬৩ বছর। বাড়ি বেলপাহাড়ি এলাকায়। এদিন সকালে বেলপাহাড়ি থেকে সপরিবারে একটি চার চাকার প্রাইভেট গাড়িতে করে রওনা দেন দিঘার উদ্দেশ্যে। যাওয়ার পথে মকরামপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। রাস্তার উপরে উল্টো দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে তাঁদের গাড়িটি। গাড়িটির অল্প বিস্তর ক্ষতি হলেও গাড়িতে থাকা যাত্রীদের কোনরকম আঘাত লাগেনি সেই সময়। এরপর লরিকে দাঁড় করিয়ে চালকের সাথে তর্ক শুরু করেন গৌতম বাবু ও তার ভাই। এমন অবস্থায় হঠাত্ই লরির চালক লরিতে উঠে পালানোর চেষ্টা করে। লরিকে থামাতে যান গৌতম বাবু। কিন্তু ডাক্তারবাবুকে ধাক্কা মেরে তার ওপর দিয়ে চলে যায় লরি। ঘটনাস্থলেই ছটফট করতে করতে মৃত্যু হয় ডাক্তারবাবুর। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ। মৃতকে উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকের স্ত্রী সঙ্গীতা মুখোপাধ্যায় অভিযোগ করেন, “দুর্ঘটনার পরেও বেঁচে ছিলেন স্বামী। প্রচন্ড রক্তপাতের ফলে যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। প্রায় দেড় ঘন্টা ওই অবস্থাতেই পড়েছিলেন। স্থানীয় এবং পুলিশের তরফ থেকে কোন তত্পরতা বা সাহায্য মেলেনি। ঠিক সময় হাসপাতলে পৌঁছানো গেলে হয়তো বাঁচানো যেত।”








