দার্জিলিং জেলা তৃণমূলের বিশেষ বৈঠক
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান অলোক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন বর্ষীয়ান নেতা প্রতুল চক্রবর্তী। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান, সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তাই সবাইকে এক হয়ে জীততে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। তার শুরু করা প্রকল্প মানুষের মনকে ছুয়ে গেছে। তাই এখন একজোট হয়ে কাজ করতে হবে। আগের দু’ দুটো পরিক্ষায় পাশ করেছি আমরা। এবারে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের দুরমুশ করে জীততে হবে। ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান জানান আগামী জানুয়ারী মাস থেকে প্রচুর উৎসব আছে। তাই আমাদের একজোট হয়ে যেমন কাজ করতে হবে তেমনি ভোটেও জয়লাভ করতে হবে। আগামীতে ওয়ার্ড উৎসবে তৃণমূলের প্রত্যেকটি ওয়ার্ডেই খেলাধুলার উপরে জোর দিতে হবে।








