দাবীমত টাকা না পাওয়ায় আক্রান্ত এক ব্যক্তি
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ দাবি মত টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মালদা জেলার ইংলিশ বাজার থানার গয়েশপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই ব্যক্তির নাম ইসমাইল সেখ। বাড়ি রতুয়া এলাকায়। কর্মসূত্রে গয়েশপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সপ্তাহে এক দুদিন থাকতেন গয়েশপুরে বাকি দিন থাকতেন রতুয়ায়। তার অভিযোগ রবিবার রাতে বাড়ি ফেরার পথে ইনতাজ সেখ তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে আক্রান্ত ওই ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দাবীমত টাকা না পাওয়ায় আক্রান্ত এক ব্যক্তি
0%









