দাঁতের ফ্রী চেক আপ শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার ৩নং মন্ডলের ব্যবস্থাপনায় আজ ১৫নং ওয়ার্ড এ দন্ত বিষয়ক ফ্রী চেক আপের আয়োজন হয়। এই চেক আপ ক্যাম্পে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। প্রায় একশো জন এসে তাদের দাতের চেক আপ করান। এদিন বিধায়ক জানান, শরীরের অন্যান্য অংশ চেক আপ হয় দাতের কেউ করে না। তাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই চেক আপ ক্যাম্পের আয়োজন করা হল। এখানে বহু অসহায় মানুষ যাদের দাতের সমস্যা আছে তারা এসে দাত দেখিয়ে গেলেন। কারন বর্তমানে দাত তুলতে প্রচুর টাকা লাগে। নিম্নবিত্ত পরিবারের জন্য কোনভাবেই সম্ভব নয়।
দাঁতের ফ্রী চেক আপ শিলিগুড়িতে
0%








