দমদমে তৃণমূল ও বিজেপির বাকবিতন্ডায় উত্তেজনা
দাবদাহ লাইভ, দমদম, বৈশাখী সাহাঃ তৃণমূল ও বিজেপির বাকবিতন্ডায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দমদম স্টেশন চত্বরে। পরবর্তীতে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার দমদমে অমৃত ভারত অনুষ্ঠান শেষে তৃণমূলের আইএনটিটিইউসি-র কর্মী সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। তাঁদের পাল্টা বিজেপিও “চোর চোর” স্লোগান দিতে শুরু করে। এরপর দু’দলের কর্মী সমর্থকেরা তুমুল বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন শিয়ালদহ স্টেশনে এসি মেমো শিয়ালদহ-রাণাঘাট লোকালের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। এসি লোকালটিতে চেপে তাঁরা শিয়ালদহ থেকে দমদমে পৌঁছান। তারপর বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত। সেই সময় পুনরায় তৃণমূলের আইএনটিটিইউসি-র কর্মী সমর্থকেরা দলীয় পতাকা হাতে নিয়ে “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করে। সুকান্ত দমদম প্লাটফর্মের কাছাকাছি পৌঁছাতেই তৃণমূলের স্লোগান আরও বৃদ্ধি পায়। তাঁদের পাল্টা বিজেপিও পুনরায় ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। ফলে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে ওই দুই দল। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। আইএনটিটিইউসির কথায়, “বিজেপি বাংলা বিরোধী। বাংলায় ওদের কোনও জায়গা নেই। ওরা বাংলা ও বাঙালি বিরোধী।” তাঁরা এও বলেন, “আমরা কোনও কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না। বিজেপি আমাদের বিদেশী বলছে। তাই ওদের যেখানেই দেখব, সেখানেই ‘জয় বাংলা’ বলব।” এদিকে আইএনটিটিইউসির কর্মী সমর্থকেরা নানাভাবে আক্রমণ করে বলে সুকান্তর কাছে অভিযোগ জানায় বিজেপির কর্মী সমর্থকেরা। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সুকান্ত বিজেপির কর্মী সমর্থকদের বলেন, ধৈর্য্য ধরুন। ঘটনার ভিডিও করতে বলেছি। ভালো করে ভিডিও করে আরপিএফ মারফত রেলমন্ত্রীকে ঘটনাটি জানানোর পাশাপাশি, থানায়ও জানানো হবে। স্টেশন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হওয়ায়, রেল পুলিশের পক্ষ থেকে আইএনটিটিইউসির কর্মী সমর্থকদের পাশাপাশি, বিজেপি কর্মীদেরও ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
জেলার খবর
নিউজ এক ঝলকে
দমদমে তৃণমূল ও বিজেপির বাকবিতন্ডায় উত্তেজনা
93%


















