দত্তপুকুর কিশলয়ে স্বাধীনতা দিবস পালন
দাবদাহ লাইভ, বারাসাত, অনন্ত চক্রবর্তী: দত্তপুকুর কিশলয় বিদ্যানিকেতন স্কুলে আজ ১৫ আগস্ট সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদ্ যাপিত হয়। বিদ্যালযয়ের প্রধান শিক্ষক সুব্রত বসাক জাতীয় পতাকা উত্তোলন করেন। কথায়-কবিতায় ও দেশাত্মবোধক সংগীতে ভরে ওঠে স্কুল প্রাঙ্গণ। শিক্ষক-শিক্ষিকাদের মতে, এই উদ্ যাপনে শিশুদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলে।
নিউজ এক ঝলকে
দত্তপুকুর কিশলয়ে স্বাধীনতা দিবস পালন
98%

















