তৃণমূল সরকারের উৎখাতের ডাক শুভেন্দুর
নো ভোট টু মমতা
দাবদাহ লাইভ, চন্দ্রকোনা, অক্ষয় গুছাইতঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ঝাঁকরা হাই স্কুলের মাঠে গতকাল সোমবার ছিল শুভেন্দু অধিকারীর ডাকা কৃষক সমাবেশ। এদিন শেষবেলায় আদালতের নির্দেশ পেয়ে শুধু সভা করাই নয়, নতুন রূপও দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। মঞ্চে উঠেই গায়ে চড়ালেন সাদা জার্সি। বুকে লেখা ‘নো ভোট টু মমতা’। জার্সির পিছনে পশ্চিমবঙ্গের মানচিত্র। এদিন সভায় বারবার স্লোগান দিতে শোনা যায় শুভেন্দুকে। কলকাতা হাইককোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। সভা থেকে কোনও উষ্কানিমূলক মন্তব্য করা চলবে না। সভার পর, সভাস্থল পরিষ্কার করে দিতে হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে লোকসভা ভোটের আগে থেকেই মমতার মূল স্লোগান ছিল ‘লাল হটাও, দেশবাঁচাও’। তিনি বোঝাতে চেয়েছিলেন, আগে সিপিএমকে ক্ষমতা থেকে সরাতে হবে। তার পরে যা হবে দেখা যাবে। শুভেন্দু তখন তৃণমূলে। সেই নজির থেকেই তিনি এখন ‘নো ভোট টু মমতা’ নীতি গ্রহণ করেছেন কি না, তা অবশ্য শুভেন্দু কারও কাছে খোলসা করেননি।







