শহীদ পরিবারে ক্ষোভ বদনগঞ্জে
দাবদাহ লাইভ, আরামবাগ, শ্যামল করঃ রাজ্যের হুগলী জেলায় গোঘাট ব্লকে বদনগঞ্জ ফলুই -১ গ্রাম পঞ্চায়েতে এক গ্রামের বেশ কিছু সাধারণ মানুষ শাসক দলের প্রতি ক্ষোভে ও বিক্ষোভে ফেটে পড়ে। যদিও তারা শাসকদলের কর্মী ও সমর্থক বলে পরিচিত। কেউ কেউ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্য। তৃণমূল কংগ্রেসের ছত্র ছায়ায় রাজনৈতিক লড়াই করতে গিয়ে তৎকালীন বাম আমলে সিপিএমের হামলায় একই গ্রামের ২২জন শহীদ হন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের মা মাটি মানুষ ক্ষমতা দখলের পরও সে ভাবে গুরুত্ব না পেয়ে এই ক্ষোভ বলে জানা যায়। যদিও এখনও এই সরকারের উপর তারা ভরসা রাখে বলে জানা যায়; কিন্তু এলাকা নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। কাজের দাবীও জানায় এই শহীদ পরিবারের সদস্যরা।













