তৃণমূলের শ্রমিক দিবস পালন
দাবদাহ লাইভ, কোলকাতা, স্মৃতি সামন্তঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস ১ লা মে। তৃনমূল ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো এই শ্রমিক দিবস তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের পক্ষ থেকে উৎযাপিত হওয়ার পাশাপাশি মূল অনুষ্ঠানটি হয় কলকাতার তৃণমূল ভবনে। তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ফলেই শ্রমজীবী মেহনতি মানুষদের সামাজিক মর্যাদা ও বর্তমান সরকারের আমলে শ্রমিকদের জন্য নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন হয়েছে। দলীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউ সভানেত্রী তথা সাংসদ দোলা সেন, সাংসদ শুভাশীষ চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী মনীষ গুপ্ত, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, সুবীর মজুমদার প্রমুখ।








