তৃণমূল ছাত্র পরিষদের মিছিল
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ তৃণমূল ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ছাত্রদের মহা মিছিল খড়দা থানা থেকে টিটাগড়ের ব্রহ্মস্থান পর্যন্ত এই মিছিলের শেষে একটি সভাও অনুষ্ঠিত হয়। এই মিছিলে ছাত্রদের সাথে পায়ে পা মেলান খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিল সরকার, ছিলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, দমদমের সংসদ অধ্যাপক সৌগত রায়, বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস রায়, টিটাগরের প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত কুমার চৌধুরী, টিটাগড়ের পৌরপ্রধান কমলেশ কুমার সাউ, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ। মিছিলের শেষে সভা থেকে ছাত্র পরিষদের রাজনীতি দেশের পক্ষে যে একটি সচেতনতা জায়গা করে নিয়েছে দমদমের সংসদ সৌগত রায় বক্তব্যে বলেন আমাদের রাজ্যের রাজ্যপালের তীব্র নিন্দা করছি। রাজনৈতিক প্রসঙ্গে শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিনের রাজনীতি জীবন থেকে এবং শ্রমিক ইউনিয়নের রাজনৈতিক জীবনেও অনেক রাজনৈতিক পটভূমিকা পার করে এসেছি। কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গে যেরকম রাজনীতি শুরু হয়েছে তার তীব্র নিন্দা করলেন।

















