তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের রক্তদান শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল কং আইনজীবি সেলের পরিচালনায় বারাসাত কোর্ট চত্বরে রক্তদান শিবির সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনে সূচনা করেন কৌসুলি শান্তময় বসু ও অতিরিক্ত সরকারী কৌসুলি সন্দীপ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, পুরপ্রধান অশনি মুখার্জী, পৌর উপ-প্রধান তাপস দাশগুপ্ত, প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখার্জী ও বারাসাত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল। তৃতীয় বর্ষের এই শিবিরে ৬২ জন রক্তদান করেন। নাচ-গান, শ্রুতি নাটক, আবৃতি পরিবেশন হয়।
তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের রক্তদান শিবির
0%

















