তৃণমূল কংগ্রেসের পথসভা শ্যামপুর বাজারে
দাবদাহ লাইভ, পু্রশুড়া, শ্রীমন্ত বাগ ও সম্পা মাইতিঃ ২০০৯ সাল থেকে এবং ২০১২ সাল পর্যন্ত হুগলী জেলার আরামবাগ সাংগঠনিক জেলার পুরশুড়া ব্লকের মোট ১৪ জন তৃণমূল কংগ্রেসের সৈনিকদের হারিয়েছেন, তাই প্রতিবছরের মতো এই বছরে ডিসেম্বর ১৪ তারিখে কালা দিবস হিসেবে পালিত হবে ঘোলদিগরুই মাঠ প্রাঙ্গনে, তাই এই দিন পুড়শুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভা আয়োজন করা হয়, এই দিন উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ডু, পুরশুড়া ব্লক আইএনটিটিইউসির সভাপতি অপূর্ব রাউত, তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সামুই, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ঝিলিক পান, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি যশবন্ত ঘোষ, তারকেশ্বর পৌরসভা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুপা সরকার সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই দিন উপস্থিত ছিলেন।




