Banner Top

তৃণমূলে যোগদানে বিরোধী শূন্য তেপুল জি পি

                 দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নির্বাচনে জয়ী হয়েও তৃণমূলে যোগদান করে দুই জয়ী পঞ্চায়েত সদস্য। ফলস্বরূপ বর্তমানে বিরোধী শূন্য তেপুল গ্রাম পঞ্চায়েত। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তেপুল গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে কুড়িটি আসনে জয়লাভ করে তৃণমূল। বাকি দুটো আসনের মধ্যে একটি আসন ছিল কংগ্রেসের দখলে ও একটি নির্দলের। বিরোধী ওই দুজন জয়ী সদস্য শেষমেষ তৃণমলে যোগদান করে। বৃহস্পতিবার তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ফলে বিরোধী শূন্য হয় তেপুল গ্রাম পঞ্চায়েত। এ প্রসঙ্গে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন তেপুল গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ২০টি আসনে তারা জয়ী হয়েছেন। বাকি দুটোর মধ্যে একটি কংগ্রেস ও একটি নির্দল জয়ী হয়েছিল।  তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলে যোগদান করেছেন। এ প্রসঙ্গে সদ্য তৃণমূলের যোগদানকারী নির্দল প্রার্থী শৈবাল তরফদার ও কংগ্রেসের প্রার্থী হাফিজুর রহমান জানান মানুষের কাজ করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যই তারা স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেছে। এ নিয়ে জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি কৃষ্ণপদ চন্দ্র কটাক্ষ করে বলেন, তৃণমূল দলটি উন্নয়নের নাম করে দলের সদস্য সংখ্যা বাড়ানোর কাজ করছে। পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার জন্য সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে ওই দলটি।

তৃণমূলে যোগদানে বিরোধী শূন্য তেপুল জি পি
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment