তৃণমূলের শক্তিবৃদ্ধি হিঙ্গলগঞ্জে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভোট আসলেই রাজ্য জুড়ে চলে দল বদলের পালা। এমনই দল বদলের দৃশ্য ধরা পড়ে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বোলতলা এলাকা থেকে। শনিবার সন্ধ্যায় হিঙ্গলগঞ্জ অঞ্চল তৃণমূলের ডাকে পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজীর ব্যবস্থাপনায় হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা, উপ-প্রধান তথা হিঙ্গলগঞ্জ অঞ্চল তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজী, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সুদীপ কুমার মন্ডল, স্বরূপ প্রামাণিক সহ কয়েকশো তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন সন্ধ্যে সাতটা নাগাদ ওই পথসভায় হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৯৭ নম্বর বুথের জয়ী নির্দলের পঞ্চায়েত সদস্যা চন্দনা দাস নায়েক সহ দলের প্রায় ৫০০ জন নির্দল কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটি বুথ থেকে ওই বিপুল পরিমাণ নির্দলের সমর্থকেরা তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংগঠন খুবই মজবুত হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের।
0%













