তুষারপাতে পর্যটকদের যাতায়াত বন্ধ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ উত্তর-পূর্ব সিকিমে চলছে তুষারপাত, পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আপাতত উত্তর-পূর্ব সিকিমে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাবা মন্দির ,ছাঙ্গু লেক, নাথুলায় ভারী তুষারপাত হচ্ছে। বর্তমানে সংলগ্ন এলাকায় পর্যটকদের যাতায়াত নিরাপদ নয়, পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আপাতত বন্ধ উত্তর-পূর্ব সিকিমে পর্যটকদের যাতায়াত। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আবার খুলে দেওয়া হবে। প্রসঙ্গত তুষারপাত চলছে সিকিমে, সম্প্রতি তুষারপাতের কারণে রাস্তায় আটকে পড়ে বেশ কিছু পর্যটক বোঝাই গাড়ি। এরপর পর্যটকদের উদ্ধারে নামে সেনা জওয়ানরা, পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়।








