তুষারপাতের সম্ভাবনাই পর্যটকের ভিড় টানছে দার্জিলিং
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ দক্ষিণবঙ্গের তাপমাত্রা যতই বৃদ্ধি পাক, উত্তরবঙ্গে কিন্তু ভালোই শীতের দাপট রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহের শুরুতেই দার্জিলিংয়ের তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে তুষারপাত হতে পারে। তবে শহর দার্জিলিঙে যে তুষারপাত হবে এই ব্যাপারে নিশ্চিত করা যাচ্ছে না। একাধিক দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা দেখা দিলেও তুষারপাতার ঘটনা ঘটেনি। পর্যটকরা রীতিমত অপেক্ষা করে আছেন দার্জিলিঙে তুষারপাত দেখবার জন্য। আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার অথবা মঙ্গলবারে দার্জিলিং এর উঁচু এলাকা গুলিতে তুষারপাত হবার সম্ভাবনা আছে। এই খবর সামনে আসতে উৎসুক পর্যটকরা, দার্জিলিংয়ের তুষারপাতার ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে পর্যটকদের ভিড় উপচে পড়বে।








