তিনদিনের আন্তর্জাতিক ভাষা সম্মেলন উদয়পুরে
দাবদাহ লাইভ, উদয়পুর, সুমাল্য মৈত্রঃ ত্রিপুরার উদয়পুরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন। সতেরোটা শাখার দেড়শো জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন শাখার প্রতিনিধিদের উপস্থিতিতির মধ্যে দিয়ে প্রথম দিন সকালে পতাকা উত্তোলন করা হয় । বিশিষ্ট অতিথিদের মধ্যে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যে সরকারের অর্থ, পরিকল্পনা, সমন্নয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় । অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রনজিৎ সিংহ রায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র। এছাড়াও সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানভূম ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তী ভাষা সৈনিক কাজল সেন। অনুষ্ঠানের প্রথম দিন উদয়পুর শাখার পক্ষ থেকে বর্ষিয়ান ভাষা সৈনিক শ্রী কাজল সেনকে সংবর্ধনা জানানো হয়।তাকে সংবর্ধিত করেন ত্রিপুরা রাজ্যে সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা সমন্নয় ও তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রনজিৎ সিংহ রায় । আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের নিজস্ব পত্রিকা ভাষা মৈত্রী আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে । আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনের মূল লক্ষ্যই হচ্ছে বাংলা ভাষা ও সংস্কৃতির মূল ঐতিহ্য ফিরিয়ে আনা এবং সেটাই ছিলো অনুষ্ঠানের মূল সুর । বর্তমানে ইংরাজী মিডিয়ামে দিকে ঝুঁকে পড়ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। এই সম্মেলনে উঠে আসে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা কতোখানি সেই প্রসঙ্গও।সব মিলিয়ে বাইশ ও তেইশে নভেম্বর মোট দুদিন ধরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


















