তারকেশ্বর পৌরসভার উদ্যোগে বিজয়া সম্মেলন
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ হুগলী জেলার তারকেশ্বর পৌর সভার উদ্দ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠান এলাকার বিশিষ্ট জনেদের সম্বর্ধনায় এক অন্য মাত্রা পেল। এই দিন তারকেশ্বর পৌরসভা ভগৎ সিং মঞ্চে চলা অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষক, ডাক্তার, খেলোয়াড়, সংগীত শিল্পী, শিল্পপতি, সমাজসেবী, সাংবাদিক, বিভিন্ন বিভাগের আধিকারিক, উকিল,চিত্রশিল্পী সহ বিশিষ্ট জনদের পৌরসভার পক্ষ থেকে দেওয়া হলো সম্বর্ধনা। পাশাপাশি অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে। তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু বলেন পৌর এলাকার বিশিষ্ট মানুষেরা আমাদের গর্ব। তাই এবছর বিজয়া সম্মেলন অনুষ্ঠানে তাদেরকে তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিতে পেরে গর্বিত বলে তিনি জানান।








