তারকেশ্বর কলেজে তৃনমূল পড়ুয়াদের আরোগ্য কামনা
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগ ও সম্পা মাইতিঃ হুগলি জেলা তারকেশ্বর ডিগ্রী কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং তারকেশ্বর টাউন তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বিরোধী দল নেতার দ্রুত আরোগ্য কামনায় তারকেশ্বর ডিগ্রী কলেজ কর্মসূচি হলো। এই কর্মসূচিতে কলেজে সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন,এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বর ডিগ্রী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার বিকাশ কর,কলেজের সভাপতি অরিন্দম তেওয়ারী,দেবনাথ মাইতি,হিমাংশু নন্দী,সহ তারকেশ্বর ডিগ্রী কলেজের তৃণমূল ছাত্র পরিষদ এবং তারকেশ্বর টাউন তৃণমূল ছাত্র পরিষদের কর্মী নেতৃবৃন্দরা। এই দিন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার বিকাশ কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য বিষয়ক মাথার চিকিৎসার নিবেদন পড়ুয়াদের বলে জানালেন।




