তারকেশ্বরে এসে নিখোঁজ
দাবদাহ লাইভ, তারকেশ্বর, শ্রীমন্ত বাগঃ শৈবতীর্থ তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে এসে নিখোঁজ হলেন পশ্চিম মেদিনীপুর এক বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায় গত রবিবার ভোর বেলায় বাবার মাথায় জল ঢালতে পশ্চিম মেদিনীপুরের কামারা চক্র পুকুর এলাকার বাসিন্দা শ্রীমন্ত দাস বয়স(৫২) বাড়ি থেকে বের হন, প্রসঙ্গত এর আগেও অনেক বার তিনি বাবার মন্দিরে এসেছেন বলে জানা গেছে। সেইমতো সোমবার বাড়ি ফেরার কথা। কিন্তু সোমবার অতিক্রম করে মঙ্গলবার বেলা গড়িয়ে গেল তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে প্রথমে মেদিনীপুর কোতোয়ালি থানায় তার নামে নিখোঁজ ডাইরি করেন। এবং আজ শ্রীমন্ত দাসের খোঁজে তারকেশ্বর থানায় তার পরিবারের সদস্যরা উপস্থিত হলেন,তারকেশ্বর থানায় মিসিং ডাইরি করার পাশাপাশি তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে খোঁজ খবর নেন বলে জানা গেছে।

































