তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। আজ দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্দ্যোগে এক মিছিল শিলিগুড়ি শহর পরিক্রমা করে। এদিন এই মিছিলে পায়ে পা মেলায় তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মী ও সমর্থকদের পাশাপাশি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের সভানেত্রী পাপিয়া ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবব্রত দত্ত। এদিন এই মিছিলটি শিলিগুড়ি কলেজের সামনে থেকে শুরু হয়ে হাসমিচক হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন দার্জিলিং জেলা সভাপতি জানান তৃণমূল কংগ্রেসকে এইভাবে শেষ করা যাবে না, কারন আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দোপাধ্যায়। আর আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আজকের এই আন্দোলনে নেমেছি। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
নিউজ এক নজরে




































