ডেঙ্গু সচেতন শিবির বিলকান্দা -১ গ্রাম পঞ্চায়েতে
দাবদাহ লাইভ, শ্যামল করঃ ডেঙ্গু সচেতন শিবির অনুষ্ঠিত হয় বিলকান্দা -১ গ্রাম পঞ্চায়েতে। অভিনব উদ্যোগ বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা সভাপতি চিত্তরঞ্জন মন্ডল মহাশয় এর পরিকল্পনায় এলাকার ৫০ জন কৃষি ভাইদের উপহার সামগ্রী স্বরূপ তুলে দেন মাথার টোকা, কোদাল ও ধান গাছ কাটার কাস্তে। যা সত্যি অভিনব বলে উল্লেখ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
নিউজ এক ঝলকে
ডেঙ্গু সচেতন শিবির বিলকান্দা -১ গ্রাম পঞ্চায়েতে
90%




